শিরোনাম

সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: ১৯ পাকিস্তানি সেনা নিহত, আফগানিস্তানে ৩ বেসামরিক নিহত

Views: 4

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা খোস্ত এবং পাকতিয়া প্রদেশে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, এবং আফগানিস্তানে ৩ বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ডিসেম্বর) চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আফগানিস্তানের সীমান্তরক্ষীরা পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে অগ্নিসংযোগ করা হয়, এবং পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান এলাকায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করা হয়।

এ ঘটনার পর পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে তিন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাদের বিমান হামলায় ৫১ জনের মৃত্যুর ঘটনা ঘটে, যার মধ্যে নারী ও শিশুরাও ছিল।

এ সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে, এবং সীমান্তে প্রতিকূল পরিস্থিতি অব্যাহত রয়েছে। এ ঘটনার পর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা বিষয়ক আলোচনা এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *