Views: 62
চন্দ্রদ্বীপ ডেস্ক : এন্টিগায় বাংলাদেশ আগামী ২১ জুন শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। একই মাঠে ভারতের বিপক্ষে ২২ তারিখ রাত সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ। অল্প সময়ের ব্যবধানে দুই ম্যাচ খেলতে হবে শান্তদের।
ওই চ্যালেঞ্জ নিতে এরই মধ্যে ভিনসেন্ট থেকে এন্টিগায় পৌঁছেছে বাংলাদেশ দল। সব ঠিক থাকলে আজই অনুশীলনে নেমে যেতে পারেন টাইগাররা। এন্টিগায় অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে। যে কারণে উইকেট তাদের বেশ চেনা হয়ে গেছে।