চন্দ্রদ্বীপ ডেস্ক :: তরুণ তিন সংগীতশিল্পী ঋতুরাজ, নন্দিতা ও মাশা ইসলাম অংশ নেবেন ‘উৎস সন্ধ্যা ২০২৪’ শীর্ষক এক বিশেষ কনসার্টে। এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে। উন্নয়ন সংস্থা ‘উৎস বাংলাদেশ’ এই আয়োজনের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য তহবিল সংগ্রহ করবে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট থেকে সংগৃহীত অর্থ তাদের পরিচর্যায় থাকা শিশুদের উন্নয়নের কাজে ব্যয় করা হবে। এই চ্যারিটি কনসার্টের টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে, যার মূল্য ৭০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।
উল্লেখ্য, ঋতুরাজ ও নন্দিতা ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজনে ‘বুলবুলি’ গেয়ে জনপ্র