শিরোনাম

সূর্যের সর্বোচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করল সোলার অরবিটার

Views: 12

সূর্যের পৃষ্ঠের সবচেয়ে বিস্তারিত ছবি ধারণ করেছে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা)। ‘সোলার অরবিটার’ নামের বিশেষ নভোযানের মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ কিলোমিটার দূর থেকে এই চিত্র ধারণ করা হয়। ২০২৩ সালের ২২ মার্চ ধারণ করা ছবিটি বিজ্ঞানীরা সম্প্রতি ২০ নভেম্বর প্রকাশ করেছেন।

ছবিতে সূর্যের ফটোস্ফিয়ারের তাপমাত্রা, চৌম্বকীয় ক্ষেত্র এবং প্লাজমার গতিশীল প্রবাহসহ বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়। ফটোস্ফিয়ার সূর্যের দৃশ্যমান স্তর, যা ৪৫০০ থেকে ৬০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকে। এখান থেকেই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়। ছবিতে সূর্যের দাগগুলোও স্পষ্টভাবে দেখা গেছে, যা তীব্র চৌম্বকীয় ক্ষেত্রের কারণে গাঢ়।

২০২০ সালের ফেব্রুয়ারিতে উৎক্ষেপিত এই মহাকাশযানে ছয়টি উন্নত ইমেজিং যন্ত্র সংযোজিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পোলারিমেট্রিক ও হেলিওসিজমিক ইমেজার (PHI)। এই যন্ত্র শুধু দৃশ্যমান ছবি তুলেই থেমে থাকে না; চৌম্বকক্ষেত্র এবং আলো প্রবাহের দিক নির্ধারণ করতেও সক্ষম।

ইসার বিজ্ঞানী ড্যানিয়েল মুলার বলেছেন, “এই মিশনের মাধ্যমে সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং পৃষ্ঠের গতিশীলতার নতুন সৌন্দর্য প্রকাশিত হচ্ছে। ছবিতে সূর্যের প্লাজমার অনন্য প্রবাহ এবং বিভিন্ন স্তরের গঠন আরও স্পষ্ট দেখা যাচ্ছে।”

এই সূর্যচিত্র তৈরি করতে মহাকাশযানটিকে প্রায় ২৫টি আলাদা ছবি ধারণ করে সেগুলো মোজাইক আকারে সাজাতে হয়েছে। এতে সূর্যের গতিশীল পৃষ্ঠ এবং চৌম্বক ক্ষেত্রের তীক্ষ্ণ বিবরণ বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।

সোলার অরবিটারের এই চিত্র বিজ্ঞানীদের সূর্যের বাইরের মণ্ডল, চৌম্বক ক্ষেত্র এবং সৌর ঝড়ের প্রভাব সম্পর্কে নতুন তথ্য সংগ্রহের সুযোগ করে দিয়েছে। এটি সৌরজগতের গবেষণায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কমড়
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *