সেন্টমার্টিন থেকে ফেরার পথে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্রিন লাইন’ নামের একটি পর্যটকবাহী জাহাজ সাগরে বিকল হয়ে পড়েছে। এতে ৭১ জন পর্যটক আটকা পড়ে। পরে জাহাজটি কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেড়ে আসে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। গ্রিন লাইন জাহাজের ম্যানেজার সুলতান আহমদ জানান, বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে ৭১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। প্রায় আড়াই ঘণ্টা চলার পর সাগরের ঢেউয়ের পানির কারণে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ফলে জাহাজটি কক্সবাজার যেতে না পেরে মেরিন ড্রাইভের বড় ডেইলের সৈকতে ভিড়তে সক্ষম হয়।
বিষয়টি জানার পরই কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উদ্দিন জানান, শর্টসার্কিটের কারণে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। বর্তমানে দুটি বাসের মাধ্যমে জাহাজে থাকা সব পর্যটককে নিরাপদে কক্সবাজার শহরে নিয়ে আসার কাজ চলছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম