বাংলাদেশি এই আম্পায়ার গ্রুপ পর্ব ও সুপার এইটে সবমিলিয়ে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কয়েকটি ম্যাচে ছিলেন তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের ভূমিকায়। বিশ্বকাপেও বেশ সফল ছিলেন বাংলাদেশের সৈকত। যদিও সেমির মঞ্চে নেই তিনি। হাইভোল্টেজ সেমিফাইনালের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও নিতিন মেনন।
পরে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। এছাড়া রিচার্ড কেটেলবোরো তৃতীয় আম্পায়ার ও আহসান রাজা চতুর্থ চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ২৭ জুন ভোর সাড়ে ৬টায় শুরু হবে এই ম্যাচ, যার ভেন্যু ত্রিনিদাদ।
গায়ানায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে ম্যাচ রেফারি জেফরি ক্রো। এছাড়া ক্রিস গ্যাফানি ও রড টাকার অন ফিল্ড আম্পায়ার, জোয়েল উইলসন তৃতীয় আম্পায়ার ও পল রাইফেল চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন। ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন তা এখনও প্রকাশ করেনি আইসিসি।