শিরোনাম

সৌদির রাষ্ট্রদূত হলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন

Views: 7

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রিয়াদে পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর সৌদি বাদশাহ ও সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেলোয়ার হোসেন। তিনি জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত। একই সঙ্গে মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করে তাঁর দায়িত্ব পালনের সময় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও শক্তিশালী ও উন্নত হবে। তিনি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “এই পরিবর্তিত বাংলাদেশে জনগণের আকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাসের কাজের গুণগত মান উন্নয়নে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।”

মোহাম্মদ দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত। রিয়াদ দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *