শিরোনাম

ধর্ষণের এক যুগ পর রায়, যুবকের যাবজ্জীবন কারাদন্ড

Views: 42

বরিশাল অফিস :  আগৈলঝাড়া উপজেলায় এক যুগের বেশি সময় পূর্বে স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির জানিয়েছেন। দ-িত যুবক শাওন আকন আগৈলঝাড়া উপজেলার দক্ষিন গৈলা (বড়ইতলা) এলাকার আলাম আকনের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বলেন, দক্ষিন গৈলার (বড়ইতলা) গ্রামের নানা বাড়ীতে থেকে পড়াশুনা করতো অষ্টম শ্রেনী পড়–য়া ছাত্রী। ২০১১ সালের ২ ফেব্রুয়ারী বিকেলে নানাবাড়িতে পারিবারিক বিষয় নিয়ে একটি সালিস বৈঠক হয়। তখন ছাত্রীকে একই বাড়ীর শাওনের ঘর থেকে একটি ফিরি (কাঠ দিয়ে তৈরি বসার আসন) আনতে পাঠানো হয়। ঘরে একা থাকা শাওন ছাত্রীর মুখ চেপে ধরে হাত বেধে ধর্ষন করে। এছাড়াও ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

ছাত্রীর ফিরতে দেরি হওয়ায় তার খালা ওই ঘরে যায়। তখন শাওন পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতে ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করে। ওই বছরের ৫ নভেম্বর আগৈলঝাড়া থানার এসআই জহুরুল ইসলাম একমাত্র শাওনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বেঞ্চ সহকারী হুমায়ুন বলেন, মামলার ১৪ জনের মধ্যে ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দেয়া হয়েছে। মামলার আসামী শাওন জামিন নিয়ে ফেরারী হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *