শিরোনাম

স্ত্রীর করা এক মামলার হাজিরা দিতে এসে আর এক মামলার আসামী শাহজাহান

Views: 16

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে স্ত্রীর দেয়া মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাহজাহান নামের এক যুবক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজাহান জানান, ২০১১ সালের (৭ নভেম্বর) পারিবারিকভাবে মোসাঃ নাসরিন জাহানকে বিবাহ করেন তিনি। পরে পারিবারিক কলহ বিবাদের জেরে চলতি বছরের (২০ মার্চ) বিবাহ বিচ্ছেদ হয় তাদের। বিবাহ বিচ্ছেদের পওে চলতি বছরের (১২ মে) নাসরিন একটি যৌতুক মামলা করেন তার স্বামী শাহজাহানের বিরুদ্ধে।

তিনি আরও জানান, স্ত্রী নাসরিনের দেয়া মামলার হাজিরা দিতে (১৯ সেপ্টেম্বর) পটুয়াখালী আসেন তিনি। মামলার হাজিরা শেষে পটুয়াখালী পৌর শহরের হোটেল পার্কে অবস্থান করেন। এসময় তার স্ত্রী অপর আর একটি মামলা করেন। যেখানে উল্লেখ করা হয়, শাহজাহান তার ভাইদের নিয়ে বাউফল উপজেলার কালাইয়া গ্রামে তার প্রাক্তন স্ত্রীকে মারধর করেন। এঘটনায় শাহজাহানসহ মোট ৫ জনকে আসামী করা হয়।

শাহজাহানের দাবি তিনি মামলার হাজিরা শেষে হোটেল পার্কে অবস্থান করেন এবং হোটেল থেকে বের হননি। স্ত্রীর করা মামলার হাজিরা দিতে এসে অন্য এক মামলার আসামী হলেন দশমিনা উপজেলার চরবোরহান এলাকার শাহজাহান হোসেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *