শিরোনাম

স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

Views: 10

জাতিকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে শপথ গ্রহণের পর সাংবাদিকদের তিনি এই প্রতিশ্রুতি দেন। সিইসি নাসির উদ্দীন বলেন, “সবার সহযোগিতায় জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রদান করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক দলগুলোর চাহিদা বাস্তবায়নে কাজ করবে নির্বাচন কমিশন।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি।”

আজ দুপুর ১:৩০ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত সিইসি এ এস এম মো. নাসির উদ্দীন ছাড়াও চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

উল্লেখ্য, ২১ নভেম্বর বৃহস্পতিবার সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারও ঘোষণা করা হয়। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন, যা সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *