শিরোনাম

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে জড়িয়ে প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং

Views: 7

সম্প্রতি ইউটিউব চ্যানেল ফার্স্টপোস্ট এবং বিডিডিগেস্ট নামের একটি নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রযোজনায় প্রকাশিত এ প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করা হয়েছে।

প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়, প্রতিবেদনের ভিত্তিহীন দাবিগুলো ২০০৮ সালে প্রকাশিত ডেইলি স্টারের একটি খবরের ভুল ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। তবে ডেইলি স্টারের প্রতিবেদনে যে নাসিমুল গনির উল্লেখ রয়েছে, তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং হিযবুত তাহরীর নেতা। অন্যদিকে, সিনিয়র সচিব নাসিমুল গনি একজন বাংলাদেশি আমলা, যাঁর কোনো বিদেশি নাগরিকত্ব নেই।

সচিব নাসিমুল গনির জীবন ও পেশাগত কর্মজীবন প্রসঙ্গে প্রেস উইং আরও জানায়, তিনি ১৯৮৩ সালে দেশের সিভিল সার্ভিসে যোগ দেন এবং জাতীয় সংসদের তৎকালীন স্পিকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। এ তথ্য থেকে স্পষ্ট যে, তিনি কখনোই হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত ছিলেন না।

বিবৃতিতে আরও জানানো হয়, হিযবুত তাহরীর বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন। কোনো সরকারি কর্মকর্তার এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। এ ধরনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।

বিবৃতির ভাষায়, “হিযবুত তাহরীরের সঙ্গে সিনিয়র সচিব নাসিমুল গনিকে জড়িয়ে এই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং বিদ্বেষমূলক। এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি পরিকল্পিত প্রচারণার অংশ।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *