শিরোনাম

স্বর্ণ প্রতারক চক্রের তিন সদস্য আটক

Views: 39

বরিশাল অফিস :: বরিশাল নগরী থেকে সোনা প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড এলাকার আ. জব্বার হাওলাদারের ছেলে মো: জসিম হাওলাদার (৩২), বরিশাল নগরের কাউনিয়া থানা এলাকার মো. মোতালেব হাওলাদারের ছেলে মো. শামীম খান (৪৫) ও মরক খলার পোল সংলগ্ন এলাকার মো. ছিদ্দিক মৃধার ছেলে মো. কালু মৃধা (৪২)।

আটকের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সচল ব্যাটারি চালিত অটো রিক্সা, গোলাপি রঙ্গিন কাগজের টুকরায় মোড়ানো দুটি সোনালী কালারের পিতলের বার ও হাতে লেখা দুটি চিঠি সাদৃশ্য কাগজের টুকরা উদ্ধার করা হয়। ডিবির

এসআই ফিরোজ আলম জানান, প্রতারক চক্রের কাওছার ও অপু এবং মফিজ গ্রুপের সদস্যরা নকল স্বর্ণের বার দেখিয়ে কম দামে বিক্রি করার কথা বলে প্রতারনার ফাদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য কাউনিয়া হাউজিং সড়ক এলাকায় অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত মালামালসহ ওই তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে- বরিশাল শহর ও শহরের বাহির থেকে আসা সহজ-সরল, নিরিহ লোকদের বিশেষ করে সহজ-সরল নিরিহ মহিলাদের টার্গেট বানান তারা। এরপর উদ্ধারকৃত আলামত সমূহ ব্যাবহার করে কৌশলে নকল সোনার বার দেখিয়ে বিশ্বাস অর্জন করেন। পরে কম দামে বিক্রি করার কথা বলে প্রতারনার ফাদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। কাউনিয়া এলাকাতেও একই উদ্দেশ্য তারা অবস্থান করছিলো। আর দীর্ঘদিন যাবৎ তারা এ কাজ করে আসছিলো।

এদিকে প্রতারণার কাজে জড়িত ২ টি গ্রুপের পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক মোঃ ছগির হোসেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *