শিরোনাম

স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে

Views: 16

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জনে এবং সুষ্ঠু স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, “স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা জনস্বাস্থ্য উন্নয়নের পূর্বশর্ত। ডায়রিয়া ও পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।”

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াশ ব্লক ও হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হচ্ছে, যার মাধ্যমে স্যানিটারি সুবিধাপ্রাপ্ত বিদ্যালয়ের হার ৮৭ শতাংশে উন্নীত হয়েছে।

এছাড়া তিনি স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষ্যে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *