শিরোনাম

মুরাদিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Views: 57

পটুয়াখালী প্রতিনিধি :‘স্বাস্থ্য সচেনতাই, সুস্থ থাকার প্রথম শর্ত’ এই স্লোগান সামনে রেখে মুরাদিয়ায় স্থানীয় জনগণের কল্যাণে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে ৮ ও ৯ মার্চ মুরাদিয়া স্বপ্নসিড়ি সোসাইটির উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মুরাদিয়ার আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পে দুই দিনে প্রায় ১৯০০ দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ ও ফ্রি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সহকারি অধ্যাপক সুদিপ কুমার নাথ সমন্বয়ে ও ডা. শুভংকর বাড়ৈর নেতৃতে ২৫ জনের মেডিকেল টিম ও চক্ষু, মেডিসিন, প্রসুতি ও নারী স্বাস্থ্য, দন্ত, নাক-কান গলা, শিশু ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এই সেবা প্রদান করা হয়।

মুরাদিয়া স্বপ্নসিঁড়ি সোসাইটির ১০০ সদস্যদের স্বেচ্ছাশ্রমে রোগীদের রেজিস্ট্রেশন আন্তরিক প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়েছে।

ক্লাবের প্রধান উপদেষ্টা প্রযুক্তিবিদ কামরুল হাসান সাগর (সিআইপি) বলেন, চিকিৎসা সেবা নিশ্চিত করা মানুষের কল্যাণে কাজ করাই তাদের উদ্দেশ্য এবং ভবিষ্যতে আরও এই রকমের ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা আছে।

স্বপ্নসিঁড়ি সোসাইটি মানুষের সেবা দানের উদ্দেশ্যে শিক্ষা চিকিৎসা কৃষি এবং খেলাধুলা নিয়ে কাজ করে মাদক মুক্ত সমাজ গড়তে এবং নেতৃত্ব তৈরি করতে স্বপ্নসিড়ি সোসাইটি কাজ করে।

এর আগে গত ১৯ জানুয়ারি সংগঠনটি এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে। তখন ৯০০ দরিদ্র রোগীকে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *