শিরোনাম

স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় চিকিৎসা নিতে ছুটছেন পার্শ্ববর্তী উপজেলায়

Views: 75

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। চরাঞ্চলে লবণাক্ত পানি, অতিরিক্ত গুমট আবহাওয়া ও সুপেয় পানির অভাবের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা।

অথচ এ উপজেলায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় আক্রান্ত রোগীরা ছুটছেন পার্শ্ববর্তী কলাপাড়া ও গলাচিপা উপজেলায়। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তার স্বজনদের।

আরো পড়ুন : পটুয়াখালীর ২১ গ্রামে ঈদ উদযাপন

ছোটবাইশদিয়া ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জানা যায়, গত কয়েক দিনের গরমে ডায়রিয়ার প্রকোপ চরম আকার ধারণ করেছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। বয়স্করা এসে এখানে চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন এবং সেখানে বসেই পরবর্তী চিকিৎসা নিতে পারচ্ছেন। কিন্তু শিশুদের ক্ষেত্রে ঘটছে বিপত্তি। তাদেরকে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী কলাপাড়া অথবা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

ছোটবাইশদিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফিরোজ মাহমুদ বলেন, চরাঞ্চলের পানি লবণাক্ত এবং অনেকে অনিরাপদ ভাজাপোড়া খাচ্ছেন। এ কারণেই ডায়রিয়ার প্রকোপটা বেড়ে গেছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, গলাচিপা উপজেলায় প্রতিদিন প্রায় ৩০-৪০ জন ডায়রিয়ার রোগী আসছে। আবার অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *