শিরোনাম

স্মার্টফোনের ব্যাটারি চার্জিংয়ের সঠিক পদ্ধতি

Views: 6

স্মার্টফোন এখন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ, শপিং, টিকিট বুকিং, সিনেমা দেখা থেকে শুরু করে সব কিছুই সম্ভব একটি স্মার্টফোনে। ফলে দিনের বড় অংশটাই কেটে যায় স্মার্টফোন নিয়ে। এজন্য ফোনের ব্যাটারি সঠিকভাবে চার্জ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

কেন ১০০% চার্জে ক্ষতি হয়?

সাধারণত ফোনের ব্যাটারি লিথিয়াম আয়ন দিয়ে তৈরি। এই ধরনের ব্যাটারি ৩০-৫০% চার্জে সবচেয়ে ভালো কাজ করে। তবে, যদি সবসময় ১০০% পর্যন্ত চার্জ দেওয়া হয়, তাহলে ব্যাটারির কর্মক্ষমতা দ্রুত হ্রাস পায়।

লিথিয়াম আয়ন ব্যাটারির জীবনকাল সাধারণত ২-৩ বছর। একটি ব্যাটারিতে ৩০০ থেকে ৫০০ চার্জিং সাইকেল থাকে, যা শূন্য থেকে ১০০% চার্জ করার পর গণনা করা হয়। এ কারণে ১০০% চার্জ দেওয়ার পরিবর্তে ব্যাটারি ৮০-৮৫% পর্যন্ত চার্জ করাই সর্বোত্তম।

ব্যাটারি চার্জের সেরা পদ্ধতি

১. ব্যাটারি ২০% বা তার নিচে নামার আগেই চার্জ দেওয়া শুরু করুন।
২. ৮০-৮৫% চার্জ হওয়ার পর চার্জ বন্ধ করুন।
৩. ফোনের চার্জ ০% বা ১০০% অবস্থায় রাখা থেকে বিরত থাকুন।
৪. দীর্ঘ সময় ফোন চার্জারে সংযুক্ত রাখবেন না।

বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি

ব্যাটারি সঠিকভাবে চার্জ করলে তার আয়ুষ্কাল দীর্ঘ হয় এবং কর্মক্ষমতা বজায় থাকে। ব্যাটারির চার্জ মধ্যম পরিসরে রাখলে ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।

স্মার্টফোন ব্যবহারের অভ্যাসে সামান্য পরিবর্তন এনে দীর্ঘমেয়াদে ব্যাটারির সঠিক কার্যক্ষমতা নিশ্চিত করা সম্ভব।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *