বরিশাল অফিস: স্মার্ট ও উন্নত বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই বলেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার। তিনি সোমবার সকাল ১০টায় মুলাদী প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতির মাঠে পরীক্ষিত একটি দল। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগ সরকার গঠন করে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠন করবে। মুলাদী-বাবুগঞ্জের উন্নয়নের স্বার্থে এই আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী প্রয়োজন।
ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করে আগামী নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসনে একজন যোগ্য প্রার্থী দেওয়ার দাবী করা হয়েছে বলে জানান মিজানুর রহমান হাওলাদার। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন সুমন রাড়ী।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান খান, আবদুস সালাম মীর, রিয়াজুল আলম বাকু, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ প্রমুখ।