বরগুনা জেলার সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর হঠাৎ ডাকাতির গুজব ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আতঙ্কের ফলে এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়। এসময় পুরুষরা দলে দলে একত্রিত হয়ে পাহারা বসাতে থাকে। তবে বরগুনা জেলা পুলিশ জানায়, এলাকায় ডাকাতির কোনো ঘটনা ঘটেনি এবং তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে বরগুনার সদর উপজেলার কেওরাবুনিয়া, ঢলুয়া, এম বালিয়াতলি ও নলটোনা ইউনিয়নের মসজিদ থেকে মাইকিং শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট করে এবং অনেকে পাহারার জন্য দল গঠন করে রাতভর পাহারা দেন। এসব ঘটনার পর অনেক বাসিন্দা মনে করেন, কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হয়েছে, যা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।
পিটিআই এলাকার এক ব্যবসায়ী মো. উজ্জল জানান, “রাত ৯টার পর ফেসবুক ও ফোনে জানানো হয় যে, এলাকায় ডাকাতি হয়েছে। এরপর আমরা সবাই মিলে সারারাত পাহারা দিয়েছি।” ঢাকা ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ হোসেন বলেন, “মাইকিং করার খবর শুনে আমরা পাহারা দিয়েছি, কিন্তু সেভাবে কোনো অস্বাভাবিক ঘটনা দেখিনি। আমার ধারণা, এটি গুজব।”
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম জানান, “এ সময় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়, কারণ মাঠঘাট শুকিয়ে যাওয়ার কারণে চুরি-ডাকাতির প্রবণতা বাড়ে। কিন্তু গত রাতে আমাদের টহল দলে এবং এলাকার পাহারাদারদের সঙ্গে কথা বলে তাদের সচেতন করা হয়েছে। পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম