শিরোনাম

হত্যা মামলায় কারাগারে শমসের মবিন চৌধুরী

Views: 16

চন্দ্রদ্বীপ নিউজ :: যুবদল নেতা শামীম হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস শমসের মবির চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গত গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে শমসের মবিন চৌধুরীকে আটক করে। পরে তাকে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়।

এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম এই ঘটনায় মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *