শিরোনাম

হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সভা অনুষ্ঠিত

Views: 62

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টায় কলাপাড়া ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রাহমন।

এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হলুদ সাংবাদিকতা থেকে উত্তরণের বিষয় ও সাংবাদিকতার নানান প্রতিবন্ধকতা নিয়ে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর নিকট তুলে ধরেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *