শিরোনাম

হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে নাগরিক কমিটিও আছে ছাত্রদের সঙ্গে

Views: 16

চন্দ্রদ্বীপ নিউজ: আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী বিচারপতিদের মিছিলের প্রতিবাদে তাদের অপসারণ চেয়ে বুধবার (১৬ অক্টোবর) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সময়ে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে জানান, বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে একটি গণজমায়েত হাইকোর্টের উদ্দেশ্যে যাচ্ছে সেখানে আগেই আমাদের লিগ্যাল উইংয়ের সদস্যরা থাকবেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।

গত ১৫ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।

এ ঘটনায় হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট ঘেরাওয়ের ডাক দিয়ে বলেন, ছাত্র-জনতা রাস্তায় ইনসাফ কায়েমের জন্য রক্ত দেবে, আর আপনারা আদালতে বিচারকের আসনে বসে জুলুম কায়েম করবেন?

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *