শিরোনাম

হামলার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি গণতন্ত্র মঞ্চের

Views: 33

বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আগামীকাল ৩১ জুলাই ঢাকায় ও ১ আগস্ট জেলাস্তরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। রাজধানীর পুরানা পল্টন মোড়ে বেলা ১১টায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ জুলাই) রাজধানীর সেগুণ বাগিচা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আন্দোলন দমন করার রাস্তা বের করতেই পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়েছে। যুগপৎ আন্দোলনের ধারায় আগামীকাল ৩১ জুলাই ঢাকায় এবং ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলাস্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে গতকাল ৩০ জুলাই ঢাকার পাঁচটি প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সরকারি দল একইভাবে পাল্টা কর্মসূচি দেয়। এটাকে অজুহাত করে প্রশাসন নিষেধাজ্ঞা দিলে সরকারি দল তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশী ছত্রছায়ায় নেতাকর্মীদের ওপর প্রকাশ্যেই সন্ত্রাসী কায়দায় উপর্যপুরি হামলা আক্রমণ চালায়। পুলিশ এদের কাউকেই গ্রেপ্তার করেনি বরং বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলসমূহের শতাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীর তাণ্ডবে আহত হন কয়েকশ নেতাকর্মী।

তিনি আরও বলেন, গাবতলিতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গেলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সংগঠনের কেন্দ্রীয় নেতা ডা. ইউসুফ সেলিম ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক সজীবকে গ্রেপ্তার করা হয়। গতকাল শেখ রফিকুল ইসলাম বাবলু ও আবদুর রাজ্জাক সজীব মুক্তি পেলেও মঞ্চের নেতা ডা. ইউসুফ সেলিম এখনও মুক্তি পাননি। আজ তাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় জামিন না দিয়ে জেলে পাঠানো হয়েছে।

সাইফুল হক বলেন, গতকাল পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়। গণমাধ্যমে এসব খবর বিস্তারিত প্রকাশ পেয়েছে। বিএনপিসহ বিরোধীদের দমন করার অজুহাত হিসেবে বাসে আগুন দেওয়ার ঘটনাকে ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *