Views: 9
চন্দ্রদ্বীপ ডেস্ক: হামাসের সম্মতির উপর নির্ভর করছে গাজার যুদ্ধবিরতি। শুক্রবার (১৩ ডিসেম্বর) তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনাকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এমন মন্তব্য করেন।
আঙ্কারায় অনুষ্ঠিত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক বৈঠকে তিনি বলেন, এখন হামাস যদি যুদ্ধবিরতিকে হাঁ বলে দেয়, তাহলে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি সম্ভব।
তিনি আরো বলেন, আমরা বিভিন্ন ইস্যুতে তুরস্কের ভূমিকার প্রশংসা করি। তারা গাজা ইস্যুতেও ভূমিকা রাখতে পারে। তারা হামাসের সাথে কথা বলে যুদ্ধবিরতি বিষয়ে একটি সমাধান বের করতে পারে।