চন্দ্রদ্বীপ ডেস্ক : সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হারের স্বাদ নিতে হলো চেন্নাই সুপার কিংসকে। শুক্রবার (৫ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদকে ১৬৬ রানের লক্ষ্য দেয় চেন্নাই। জবাব দিতে নেমে ১১ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় হায়দ্রাবাদ।
এই ম্যাচে মোস্তাফিজ ছিলেন না।
জাতীয় দলের ভিসা সংক্রান্ত কাজে দেশে আসায় ম্যাচটিতে তার অনুপস্থিতির পাশাপাশি চেন্নাইয়ে চোটের অস্বস্তির কারণে নতুন করে একাদশ থেকে ছিটকে গেছিলেন আরেক পেসার মাথিশা পাথিরানা। চেন্নাইয়ের জন্য এই দুই ঘটনা কিছুটা ধাক্কাই মনে করা হয়েছিলো।
ব্যাটিংয়ে তেম্ন ধার দেখাতে না পারা চেন্নাইয়ের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন হায়দ্রাবাদের অভিষেক শর্মা। ১২ বলে ৩৭ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন তিনি।