শিরোনাম

হাসপাতাল মর্গের একমাত্র ফ্রিজ বিকল, বিপাকে মৃতদের স্বজনেরা

Views: 108

বরিশাল অফিস: দেড় মাসের বেশি সময় ধরে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের একমাত্র ফ্রিজটি বিকল। এতে মরদেহ নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃতদের স্বজনেরা। ফ্রিজ নষ্ট, তাই মরদেহ সংরক্ষণ করা হচ্ছে কেনা বরফ দিয়ে। মাস দেড়েক ধরে এই অবস্থা বরিশাল শের-ই বাংলা মেডিকেল মর্গে। বরফের খরচ টানতে হচ্ছে স্বজনদের। আর অজ্ঞাতপরিচয়দের মরদেহ পাঠানো হচ্ছে আঞ্জুমান মফিদুল ইসলামে।

নিহতের এক স্বজন বলেন, ‘আত্মীয়া আত্মহত্যা করার পর এই মর্গে মরদেহ আনার পর দেখা যায় মরচ্যুয়ারির ফ্রিজ নষ্ট। গাটের পয়শা খরচ করে মরদেহ টিকিয়ে রাখছি। ২৪ ঘণ্টায়ও মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। এখন মরদেহে পচন ধরলে আমরা কোথায় যাব। কর্তৃপক্ষের উচিত ছিল বিকল্প ব্যবস্থা করে রাখা।

২০০৭ সালে হাসপাতাল মর্গে সংযোজন করা হয় দুটি উচ্চক্ষমতা সম্পন্ন ফ্রিজ। সে সময়ই একটি ফ্রিজ অচল হয়ে যায়। তখন থেকে একটা ফ্রিজই ভরসা, যেখানে একসঙ্গে ছয়টি মরদেহ সংরক্ষণ করা যায়। বেশ কয়েকবার এ ফ্রিজটি বিকল হয়। সবশেষ ২৫ সেপ্টেম্বর থেকে অচল একমাত্র ফ্রিজটিও।

শের-ই মেডিকেল মর্গ তত্ত্বাবধায়ক মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে ফ্রিজটির কম্প্রেসার গ্যাসসহ নানা সমস্যা হয়েছে। এ ছাড়া পুরনো বৈদ্যুতিক লাইনেও সমস্যা রয়েছে। এ জন্য বার বার এটি নষ্ট হয়ে যায়। ফ্রিজ এবং বৈদ্যুতিক লাইন দুটোই পুরনো হওয়াতে মাঝে মধ্যেই এমন সমস্যা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শের-ই বাংলা মেডিকেলের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম বলেন, ‘আমি মরচ্যুয়ারির দায়িত্ব নিয়ে অনেক কষ্টে আছি। মরদেহের স্বজনদের নানা কথা শুনতে হয়। বর্তমান মেশিনটি দিয়ে কোনোভাবেই সেবা দেওয়া সম্ভব নয়। কেননা এই ফ্রিজটি বছরে তিন থেকে চার বার অচল হয়ে যাচ্ছে। এটির তাপমাত্রা ধারণক্ষমতা একেবারেই নড়বড়ে। বেশিক্ষণ মরদেহে সংরক্ষণ করতে গেলেই তাতে পচন ধরছে।’

সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘এই মর্গের দুটি ফ্রিজে ১২টি মরদেহ সংরক্ষণের কথা ছিল। কিন্তু একটি ফ্রিজ সচল থাকায় এতদিন আমরা ছয়টি মরদেহ সংরক্ষণ করতে পারতাম। আমরা নতুন দুটি ফ্রিজ চেয়ে চিঠি দিয়েছি। এটি পাওয়া গেলে মরদেহ সংরক্ষণ সেবা আরও ভালো হবে। বর্তমানে অচল ফ্রিজ সচল করতে ঢাকা থেকে লোক আসছে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *