শিরোনাম

হাসান মাহমুদ ঝড়ে ভালো অবস্থানে বাংলাদেশ, ৬ উইকেট হারাল ভারত

Views: 34

চন্দ্রদ্বীপ নিউজ: হাসান মাহমুদের চার ধাক্কার পর নাহিদ রানা ও মেহেদী মিরাজ পরপর উইকেট নিয়েছেন। রানার ১৪৮ গতির গোলায় ফিফটি করে আউট হন জশস্বী জয়সোয়াল। তিনি ৫৬ রান করেন। পরের ওভারে কেএল রাহুল ১৬ রান করে মিরাজের বলে আউট হন।

ভারত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা ও রবিশচন্দন অশ্বিন।

টস জয় বাংলাদেশের: চেন্নাই টেস্টে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। একাদশে নিয়েছেন তিন পেসার। ভারতের একাদশেও তিন পেসার।

সাদমান-ঋষভ একাদশে: বাংলাদেশ একাদশে রেখেছে ওপেনার সাদমান ইসলামকে। নিয়মিত ওপেনার মাহমুদুল জয় পাকিস্তান সিরিজে ইনজুরিতে থাকায় খেলতে পারেননি। তার জায়গায় ঢুকে সাদমান ভালো খেলে একাদশে জায়গা করে নিয়েছেন।

ভারত ঋষভ পান্ত ও কেএল রাহুলকে একাদশে রেখেছে। পান্ত ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেন। এরপর সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হওয়ার পর এবারই প্রথম টেস্টে ফিরলেন। ইনজুরির কারণে রাহুলও সর্বশেষ সিরিজে খেলতে পারেননি।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা, জশস্বী জয়সোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দ্বীপ ও মোহাম্মদ সিরাজ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *