ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ার বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি শুক্রবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ভারতীয় গণমাধ্যম *টাইমস অব ইন্ডিয়া* জানায়, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য সপ্তাহখানেক আগে একটি বার্তা পাঠানো হয়েছে। তবে রণধীর জয়সওয়াল বলেন, “শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে নতুন কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।” তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ভারত সরকার এ বিষয়ে কোনো নতুন মন্তব্য করতে চায় না।
এছাড়া, সাবেক ইসকন নেতা চিন্ময় দাস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “চিন্ময় দাস ন্যায় বিচার পাবেন, আমরা তার জন্য আশাবাদী।”
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার ভারতের কাছে একটি চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল, যা এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম