শিরোনাম

হিজলায় অসহায় ও দুঃস্থ্যদের মাঝে গরু বিরতণ

Views: 43

 

বরিশাল অফিস : বরিশালের হিজলায় রহমান এ- নেছা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দুঃস্থ্য ৫০টি পরিবারের মধ্যে গরু বিতরণ করেছেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রটারী বিশিষ্ট শিল্পপতি আবদুল কাদের ফারুকীর ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর লিস্টেট সিনিয়র আইজীবি ব্যারিস্টার এ এম মাছুম।

উপজেলার ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা বন্দরে ২৯সেপ্টেম্বর সকাল ১০টায় ধুলখোলা ইউনিয়নের গরীব ও দুঃস্থ্য পরিবারের মধ্যে এ গরু বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক এম.এ মানিক, ধুলখোলা ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ইকবাল হোসেন মাতুব্বর, কাসেমূল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা সালাউদ্দিন আহম্মেদ,হরিনাথপুর ইসলামিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আবদুর রাজ্জাক, বড়জালিয়া ফয়জুল উলুম রশিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ্যসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন ১৯৯০ সালে থেকে এ ফাউন্ডেশনের উদ্যোগে হিজলা, কাজিরহাট ও মেহেন্দিগঞ্জের গরীব অসহায় মানুষকে এভাবে সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন। রহমান এ- নেছা ফাউন্ডেশন এই তিন থানার প্রতিটি ইউনিয়নে বাসস্থান নেই এমন ৫০টি পরিবারকে বাসস্থান অর্থাৎ ঘর তৈরীর কাজ হাতে নিয়েছেন।

যাচাই বাছাই কাজ সম্পন্ন করে প্রকল্পটি বাস্তবায়ন করবেন। তাছাড়া বছর জুরেই রহমান এ- নেছা ফাউন্ডেশন হত দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ ও বিভিন্ন ধরণের সহযোগিতা করে আসছেন।

বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে ব্যাপক অনুদান দিয়ে আসছে ফাউন্ডেশনের জেনারেল সেক্রটারী বিশিষ্ট শিল্পপতি আবদুল কাদের ফারুকীর ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর লিস্টেট সিনিয়র আইজীবি ব্যারিস্টার এ এম মাছুম। ব্যারিস্টার এ এম মাছুম তার প্রায়ত মায়ের জন্য এবং বৃদ্ধ বাবার জন্য সকলের কাছে দোয়া চান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *