শিরোনাম

হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার গুদাম থেকে গরিবের ১ হাজার কম্বল জব্দ

Views: 41

বরিশাল অফিস ::বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান কাজীর গুদাম থেকে প্রায় ১ হাজার কম্বল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে উপজেলার খুন্না বাজারের একটি গুদাম থেকে কম্বলগুলো জব্দ করেন।

জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি হিজলা-মেহেন্দীগঞ্জের সাবেক এমপি পংকজ নাথের ডানহাত হিসেবে পরিচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পংকজ নাথের সব কাজ করতেন রিপন খান। তাতে রিপন খান রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারও ছিল না।

এ বিষয়ে জানতে রিপন খানকে ফোন করা হলে তাঁর স্ত্রী রিসিভ করেন। তিনি বলেন, এসব কম্বল এমপি পংকজ নাথের। জাতীয় নির্বাচনের সময় স্থানীয় আওয়ামী লীগে কোন্দল থাকায় এসব বিতরণ করা যায়নি। পরে উপজেলা পরিষদ নির্বাচন চলে আসে। গরিব-দুস্থদের জন্য দেওয়া এসব কম্বল একটি কোম্পানির।

এ বিষয়ে জানতে চাইলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন বলেন, ‘স্থানীয়রা খবর দিলে প্রায় এক হাজার কম্বল জব্দ করি। কম্বলের ওপর লেখা রয়েছে “নট ফর সেল”। কম্বলগুলো গরিব-দুস্থদের বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *