বরিশাল অফিস : বরিশালের হিজলার মেঘনার শাখা নদীতে মা ইলিশ আহরণ কালে ৯ জেলেকে আটক করেছে হিজলা নৌ থানা পুলিশ। এদের বাড়ি হিজলার পাশর্^বর্তী মেহেন্দিগঞ্জের উপজেলায়, তারা মেহেন্দিগঞ্জের সীমানায় হিজলার মেঘনার শাখা নদীতে এসে মাছ ধরছিল। ১৫ অক্টোবর ভোর ৫টা এই অভিযানে পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে ৫টি নিয়মিত মামলা রজু করে তাদের বরিশাল কোর্ট হাজতে প্রেরণ করেছে।
নৌ পুলিশের ইনচার্জ তরিকুল ইসলাম জানান আমরা ভোর ৫টায় নিয়মিত অভিযানে বের হই। মেঘনার এই শাখা নদীতে তার মা ইলিশ ধরার জন্য জাল ফেলছিল। আমরা ৯ জেলেকে আটক করতে সক্ষম হই। এটা আমাদের সফল অভিযান। এ পর্যন্ত নৌ পুলিশের ২দুটি ফাড়ি ও থানা অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করে ১২টি নিয়মিত মামলা দিয়েছে কোর্টে সোপর্দ করেছে। আগামী দিনগুলোতে আমাদের আরও শক্ত অভিযান পরিচালিত হবে।