চন্দ্রদীপ ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে সোমবার হিযবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন বিদেশি শ্রমিক নিহত এবং আরো সাতজন আহত হয়েছে। লেবাননের সীমান্তে কয়েক মাসের শত্রুতার মধ্যে সর্বশেষ হতাহতের ঘটনা এটি। চিকিৎসকদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি প্রতিক্রিয়া পরিষেবা এক বিবৃতিতে বলেছে, বিদেশি শ্রমিকরা বাগানে কাজ করার সময় সেখানে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত করে।
এতে একজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
বিবৃতিতে আহতদের সবাইকে ৩০ থেকে ৩৯ বছর বয়সী ভারতীয় পুরুষ বলে চিহ্নিত করা হয়েছে। তবে নিহত ব্যক্তির জাতীয়তা উল্লেখ করা হয়নি।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে চালানো হামলায় বেশ কিছু বেসামরিক লোক আহত হয়েছে এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সীমান্তবর্তী ছোট কৃষি সম্প্রদায় মার্গালিওটের কাছে হামলাটি হয়েছে। তারা হামলার জবাবে লেবাননে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জায়গায় আঘাত করেছে বলেও জানিয়েছে।
এএফপি বলেছে, ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবানিজ গোষ্ঠীগুলো প্রতিদিন সংঘর্ষে জড়াচ্ছে। সংস্থাটির হিসাব অনুসারে, ইসরায়েল-লেবানন সীমান্তে লড়াইয়ের কারণে উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং লেবাননে কমপক্ষে ২৯৬ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহর যোদ্ধা।