চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কার্গোবাহী জাহাজ ‘ট্রু কনফিডেন্সে’ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় জাহাজটি এডেন উপসাগরে ছিল।
কয়েজকন মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, বুধবারের (৬ মার্চ) হামলার পর জাহাজটির কিছু ক্রু পালিয়ে গেছেন। কয়েকজন এখনো নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে, তারা আহত বা নিহত হয়েছেন।
জাহাজটির ম্যানেজার জানিয়েছেন, ট্রু কনফিডেন্সে আগুন লেগেছে। বর্তমানে এটি আগুন নিয়েই চলছে। যদিও হুথিরা আনুষ্ঠানিকভাবে এ জাহাজে হামলার তথ্য এখনো নিশ্চিত করেনি। তবে এখন পর্যন্ত এডেন উপসাগর এবং লোহিত সাগরে যেসব হামলা হয়েছে; তার সবই করেছে হুথিরা।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও তাদের সহযোগিতার প্রতিবাদে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।
যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে জানিয়েছে, হামলার আগে কার্গোটির কাছে একটি জাহাজ আসে। ওই জাহাজের ক্রুরা নিজেদের ইয়েমেনের নৌবাহিনীর সদস্য হিসেবে দাবি করেন এবং জাহাজটিকে পথ পরিবর্তনের নির্দেশ দেন।
এরপরই ওই অঞ্চলে বিকট শব্দ হয়। যা আশপাশের জাহাজের ক্রুরাও শুনতে পান। ওই জাহাজটিকে সাহায্য করতে তখন সেখানে পৌঁছায় ভারতীয় নৌবাহিনীর সদস্যরা।
জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান জানিয়েছে, ইয়েমেনের এডেন শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫০ নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা হয়। তবে ক্রুদের অবস্থার বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি তারা।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি থেকে তারা ধোঁয়া বের হতে দেখেছেন। এরপর সেখানে দ্রুত লাইফবোট যেতে দেখা যায়।
গত সপ্তাহে হুথিদের হামলায় যুক্তরাজ্যের বিশালাকৃতির একটি জাহাজ ডুবে যায়। এর কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ফের বড় হামলা চালিয়েছে তারা।
সূত্র: বিবিসি