হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি মাধ্যম। জরুরি ফাইল, ছবি বা ভিডিও পাঠাতে এটি সবার প্রথম পছন্দ। তবে বেশি সংখ্যক মিডিয়া ফাইল জমা হতে হতে ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়। এই সমস্যার সহজ সমাধান হলো হোয়াটসঅ্যাপের স্টোরেজ পরিষ্কার রাখা।
কেন স্টোরেজ খালি রাখা জরুরি?
ফোনের গতি ধীর হয়ে যায়।
নতুন কিছু ডাউনলোড করার সময় স্টোরেজ ফুল নোটিফিকেশন আসে।
অপ্রয়োজনীয় ফাইল জমে ফোনে জায়গার সংকট হয়।
স্টোরেজ খালি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ খুলুন
প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি চালু করুন।
২. সেটিংস অপশন নির্বাচন করুন
থ্রি-ডট মেনুতে ট্যাপ করে “Settings” এ যান।
৩. স্টোরেজ অ্যান্ড ডেটা
সেখানে “Storage and Data” অপশনটিতে ক্লিক করুন।
4. বড় ফাইল খুঁজে বের করুন
“Manage Storage” অপশনে গিয়ে ৫ এমবির বেশি ফাইল সিলেক্ট করুন।
5. অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন
যেসব ছবি, ভিডিও বা ফাইল আর প্রয়োজন নেই, সেগুলো বেছে নিয়ে “Remove” বাটনে ক্লিক করুন।
6. একাধিক ফাইল একসঙ্গে ডিলিট
চাইলে একবারে একাধিক ফাইলও মুছে ফেলতে পারবেন।
পরামর্শ
নিয়মিত স্টোরেজ চেক করুন।
প্রয়োজনীয় ফাইল ক্লাউডে সংরক্ষণ করুন।
অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল সময়মতো ডিলিট করুন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম