শিরোনাম

হোয়াটসঅ্যাপে টাইপিং ইন্ডিকেটর ও ‘লিস্টস’ ফিচার নিয়ে এলো মেটা

Views: 7

হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা আদান-প্রদানের মাধ্যম নয়, এটি ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং কার্যকরী অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে। মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন দুটি ফিচার যুক্ত করেছে, যা চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

টাইপিং ইন্ডিকেটর ফিচার

নতুন ফিচার হিসেবে ‘টাইপিং ইন্ডিকেটর’ চালু করা হয়েছে। এটি ব্যবহারকারীদের টাইপ করার সময় তাদের কার্যকলাপ দেখাবে। সংবাদমাধ্যম এমএসএন জানায়, যখন কেউ টাইপ করতে শুরু করবেন, তখন ওয়ান-অন-ওয়ান চ্যাট কিংবা গ্রুপ চ্যাটে বাকিরা দেখতে পাবেন তিনটি বিন্দুর একটি ‘বাবল’। এর পাশেই থাকবে ইউজারের প্রোফাইল ছবি, যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন।

আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই ফিচারটি কার্যকর করা হয়েছে। বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী হবে। ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন গ্রুপে এই মুহূর্তে কারা সক্রিয় আছেন। এটি ‘রিয়েল টাইম’ ভাবনার আদান-প্রদানকে সহজ এবং কার্যকর করবে।

‘লিস্টস’ ফিচার

হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে যার নাম ‘লিস্টস’। এটি ব্যবহারকারীদের চ্যাট আলাদা ভাবে সাজাতে সহায়তা করবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে চ্যাটগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করতে পারবেন, যেমন: পরিবার, অফিস, বা প্রতিবেশী।

যারা প্রতিদিন বহু গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট পরিচালনা করেন, তাদের জন্য এটি বেশ কার্যকর। প্রতিটি বিভাগ আলাদা স্পেস দেওয়ার ফলে চ্যাটিং অভিজ্ঞতা আরও সুসংহত হবে।

নতুন ফিচারের উদ্দেশ্য

মেটার মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ফিচার তৈরি করা। এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের চ্যাটিংকে আরও স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *