জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ড্রাফটস ফিচার, যা ব্যবহারকারীদের সুবিধার্থে খসড়া বার্তা সেভ করার সুযোগ দেবে। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই ফিচারটি আগে থেকেই চালু থাকলেও, হোয়াটসঅ্যাপে এবারই প্রথমবারের মতো এটি যুক্ত করা হলো।
ড্রাফট ফিচার কিভাবে কাজ করে?
অনেক সময় আমরা মেসেজ টাইপ করে ফেলি কিন্তু তা পাঠানো হয় না। নতুন ড্রাফটস ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে অসমাপ্ত মেসেজগুলো সেভ করবে। ই-মেইলের মতোই সেগুলো ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। চ্যাট লিস্টে সবুজ রঙের ড্রাফট লেবেল যুক্ত হওয়ায় ব্যবহারকারী সহজেই অসমাপ্ত মেসেজগুলো শনাক্ত করতে পারবেন। এরপর চাইলে সেই বার্তাটি সম্পূর্ণ করে নির্দিষ্ট নম্বরে পাঠানো যাবে।
নতুন প্রোগ্রাম ও কাস্টম লিস্ট ফিচার
এছাড়াও, হোয়াটসঅ্যাপে নতুন একটি প্রোগ্রাম চালু করা হয়েছে, যার মাধ্যমে যেকোনো ডিভাইস থেকে সহজেই কন্টাক্ট অ্যাড করা যাবে। পাশাপাশি, আলাদা আলাদা কথোপকথন ট্র্যাক করার জন্য কাস্টম লিস্ট তৈরির সুযোগও যুক্ত হয়েছে। এই ফিচার ব্যবহারকারীদের জন্য যোগাযোগ আরও সহজ করে তুলবে।
হোয়াটসঅ্যাপের নতুন ড্রাফটস ফিচার ব্যবহারকারীদের সময় বাঁচাবে এবং অসমাপ্ত বার্তা সংরক্ষণে সহায়ক হবে। এতে যোগাযোগ হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।