শিরোনাম

হোয়াটসঅ্যাপ বন্ধ হবে যেসব ফোনে

Views: 6

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আগামী বছরের শুরুতে কিছু ফোনে আর ব্যবহার করা যাবে না। মূলত পুরোনো অপারেটিং সিস্টেম, ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা এবং নতুন ফিচারের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেসব ফোনে অ্যান্ড্রয়েড কিটক্যাট (Android 4.4) বা তার আগের অপারেটিং সিস্টেম রয়েছে, সেসব ফোনে ২০২৫ সালের জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ হয়ে যাবে। এই তালিকায় রয়েছে স্যামসাং, এলজি, সোনি এবং মোটোরোলার মতো জনপ্রিয় ব্র্যান্ডের কয়েকটি মডেল।

হোয়াটসঅ্যাপ সেবা হারাবে যে ফোনগুলো

স্যামসাং:

Galaxy S3

Galaxy Note 2

Galaxy Ace 3

Galaxy S4 Mini

মোটোরোলা:

Moto G (1st Gen)

Razr HD

Moto E 2014

এইচটিসি:

One X

One X+

Desire 500

Desire 601

এলজি:

Optimus G

Nexus 4

G2 Mini

L90

সনি:

Xperia Z

Xperia SP

Xperia T

Xperia V

কেন বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ?

হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাপের নির্মাতারা নিয়মিত নতুন ফিচার ও নিরাপত্তা আপডেট নিয়ে আসে। তবে পুরোনো ফোনগুলোতে এসব ফিচার সাপোর্ট করার মতো পর্যাপ্ত হার্ডওয়ার সুবিধা থাকে না। সেই কারণে, পুরোনো মডেলের ফোনে অ্যাপগুলো ব্যবহার করা বন্ধ হয়ে যায়।

এই ধরনের সিদ্ধান্ত মূলত ইউজারদের উন্নত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়। নতুন ফিচার ব্যবহার এবং ঝুঁকিমুক্ত রাখতে সব ব্যবহারকারীকে তাদের ফোনের সফটওয়্যার আপডেট করার পরামর্শ দেয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *