আইসিসি কর্তৃপক্ষ কেবল হ্যাকের সত্যতা নিশ্চিত করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।নরওয়ের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়েবসাইট হ্যাক হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
তবে আদালতের একটি সূত্র জানিয়েছে হ্যাকের পর ওয়েবসাইটটির সংরক্ষণাগারের যাবতীয় তথ্য এলোমেলো হয়ে গেছে, এবং অনেক তথ্য খোয়া গেছে বলেও জানা গেছে। খোয়া যাওয়া প্রায় সব তথ্যই বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার। এই মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে নথিভুক্ত করা হয়েছিল।
সূত্র আরও জানিয়েছে, হ্যাকের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি আইসিসি। যেসব তথ্য খোয়া গেছে, সেগুলো বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে যোগাড়ও করা যাচ্ছে না। কারণ মঙ্গলবার থেকে এখন পর্যন্ত অকার্যকর হয়ে আছে আইসিসির ইন্টারনেট সংযোগ।
বর্তমানে সেন্ট্রাল আফ্রিান রিপাবলিকের মুসলিম বেসামরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে এডোয়ার্ড এনগাইসোনা এবং আলফ্রেড চন্ইদ্য়েরদ্কাবীপতোম নামে দুই ব্যক্তির বিচার চলছে। দুই জনই দেশটির চরম ডানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।
সন্দেহ করা হচ্ছে— এই ভয়াবহ হ্যাকিংয়ের পেছনে এই মামলার আসামিপক্ষের হাত রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষের আইনজীবী গির্ত জ্যান নুপস রয়টার্সকে বলেছেন, ‘যেহেতু আমরা আসামিপক্ষ, কোর্টসিস্টেমে আমাদের প্রবেশাধিকার খুবই সীমিত।’
উল্লেখ্য, গত মার্চে ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে প্রথম আলোচনায় আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।