চন্দ্রদ্বীপ ডেস্ক :: মোশাররফ করিমের অভিনয় জীবন শুরু হয় নব্বই দশকে এবং আজ পর্যন্ত তিনি বিভিন্ন ধরণের কাজ করেছেন। তবে এবার তিনি করছেন একটি নতুন কাজ—দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য প্রথমবারের মতো অ্যান্থলজি সিরিজে অভিনয় করছেন। সিরিজটির নাম ‘আধুনিক বাংলা হোটেল’ এবং এটি হ্যালোইন উপলক্ষে মুক্তি পাচ্ছে।
এই সিরিজের মাধ্যমে মোশাররফ করিম দেশীয় খাবারের সঙ্গে নিয়ে আসছেন ভূতের কাহিনি। ৩ সপ্তাহে ৩ পর্বে দর্শকরা উপভোগ করতে পারবেন ৩ রকম বাংলা ভয়ের স্বাদ। প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ ৩০ অক্টোবর রাত ১২টা থেকে প্রকাশিত হবে।
মোশাররফ করিমের এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ, যিনি শরীফুল হাসানের ছোট গল্প থেকে সিরিজটির চিত্রনাট্য রচনা করেছেন। সিরিজের নামেই লুকিয়ে রয়েছে গল্পের রহস্য, যা খাবারের সঙ্গে যুক্ত।
‘খাসির পায়া’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে প্রথম পর্ব, ‘হাঁসের সালুন’ নির্মিত হয়েছে ‘নো এক্সিট’ গল্প থেকে এবং ‘বোয়াল মাছের ঝোল’ তৈরি হয়েছে ‘খাবার’ নামের ছোট গল্পের ভিত্তিতে। কাজী আসাদ জানিয়েছেন, ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে দর্শক পাবেন নানা ধরনের ঘরানার মিশেল, যেখানে সাইকোলজিক্যাল হরর, ফ্যান্টাসি, থ্রিলার ও মিথলজির সমন্বয় রয়েছে।