শিরোনাম

১০০ বছর পর পাওয়া গেল এভারেস্ট পর্বতারোহীর দেহাবশেষ

Views: 18

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফের স্তূপ ধীরে ধীরে গলতে শুরু করেছে, যার ফলে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় নিখোঁজ হওয়া পর্বতারোহীদের মৃতদেহ উন্মোচিত হচ্ছে। সম্প্রতি, ১০০ বছর আগে নিখোঁজ হওয়া এক পর্বতারোহী অ্যান্ড্রু আরভিনের দেহাবশেষ পাওয়া গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তথ্যচিত্র নির্মাতাদের একটি দল মাউন্ট এভারেস্টের সেন্ট্রাল রংবুক হিমবাহ থেকে আরভিনের দেহাবশেষ আবিষ্কার করেছে। ১৯২৪ সালে আরভিন ও তার সঙ্গী জর্জ ম্যালরি এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টাকালে নিখোঁজ হন। তাদের মিশন সফল হলে তারা হতেন প্রথম এভারেস্ট বিজয়ী।

১৯৯৯ সালে ম্যালরির দেহাবশেষ পাওয়া গেলেও, আরভিনের কোনো খোঁজ মেলেনি। তবে এবার একটি বুট ও আরভিনের পায়ের অবশিষ্টাংশ আবিষ্কারের মাধ্যমে তার ভাগ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *