শিরোনাম

‘১০ জন’ নিয়েও চ্যাম্পিয়ন, জায়গা নিশ্চিত করল বিশ্বকাপে

Views: 10

চন্দ্রদ্বীপ ডেস্ক: লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসে ফাইনাল খেলা দুটি দলই ছিল ব্রাজিলের। বোটাফোগো ও অ্যাতলেটিকো মিনেইরোর মধ্যকার ফাইনালটি হয়েছে উত্তেজনায় ঠাসা। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বোটাফোগো। তবে শেষ পর্যন্ত তারাই ৩-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে হয় মহাদেশীয় ক্লাব ফুটবলের শিরোপানির্ধারণী ম্যাচটি। প্রথমবার লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন হওয়ার পথে বোটাফোগোর হয়ে একটি করে গোল করেছেন লুইজ হেনরিক, অ্যালেক্স টেলেস এবং জুনিয়র সান্তোস। অন্যদিকে, মিনেইরোর পক্ষে এদুয়ার্দো ভার্গাস একমাত্র গোলটি করে ব্যবধান কমান।

ম্যাচজুড়ে দাপট ছিল মিনেইরোর, জয় কেবল বোটাফোগোর দখলে গেছে। স্বাভাবিকভাবেই ১০ জনের দল নিয়ে চ্যাম্পিয়দের ম্যাচজুড়ে তটস্থ থাকতে হয়েছে, তাদের পায়ে বলের দখল ছিল মাত্র ২০ শতাংশ। এমনকি পুরো ম্যাচে শট নিয়েছে মাত্র ৮টি, যার মধ্যে গোলের লক্ষ্যে ৩টি। অন্যদিকে, ৮০ শতাংশ বল দখলে রেখে মিনেইরো ২২টি শট নিয়েছে। যদিও বেলো হরিজন্তের ক্লাব কেবল ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

ব্রাজিলের রিও ডি জেনেইরোর ক্লাব বোটোফোগো ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় মিডফিল্ডার গ্রেগরি লাল কার্ড দেখায়। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় লাফিয়ে উঠে তিনি মিনেইরোর ফাউস্তো ভেরার মুখে লাথি মেরে বসেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান বোটাফোগোর এই তারকাকে। এরপর থেকে ক্রমাগত মিনেইরোর আক্রমণ সামলাতে খাবি খেতে হয়েছে ক্লাবটিকে।

ম্যাচের ৩৫ মিনিটে হেনরিকের গোলে লিড নেয় বোটাফোগো। বিরতির আগেই তারা লিড ব্যবধান দ্বিগুণ করে। আবারও আক্রমণে উঠে মিনেইরোর রক্ষণে ঢুকে গেলে গোলরক্ষক এভারসন হেনরিককে ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। ৪৪তম মিনিটে সফল লক্ষ্যভেদে মিডফিল্ডার টেলেস বোটাফোগোর স্কোরলাইন ২-০ করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *