শিরোনাম

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

Views: 4

চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে। তার কারামুক্তিতে আর কোন বাধা নেই, এমনটি জানিয়েছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট রায় প্রদান করে। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এর আগে ৬ নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছিল।

এ মামলায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ আসামিকে ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। তবে, আজকের রায় অনুযায়ী, তারা সকলেই খালাস পেয়েছেন।

২০১৪ সালে অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ বেশ কয়েকজন আসামি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। এছাড়া, অপর ধারায় সাত বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল।

আজকের রায়ের পর, লুৎফুজ্জামান বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা রইল না বলে তার আইনজীবীরা নিশ্চিত করেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *