চন্দ্রদ্বীপ ডেস্ক :: দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানে পা রাখলেন চীনের কোনো প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
ইসলামাবাদের রেড জোনে ১৫-১৬ অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে লি কিয়াং ইতোমধ্যেই রাজধানীতে পৌঁছেছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, এসসিও সম্মেলনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সরকার রাজধানীজুড়ে লকডাউন জারি করেছে।
দেশজুড়ে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও বাণিজ্য কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানীজুড়ে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর টহল শুরু হয়েছে। বর্তমানে পাকিস্তানে চীনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে, যেখানে চীনা কর্মকর্তারা কাজ করছেন। তবে গত কয়েক মাসে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্চ মাসে সন্ত্রাসী হামলায় ৫ জন চীনা নাগরিক নিহত হন এবং গত সপ্তাহেও ২ জনের মৃত্যু হয়েছে।