শিরোনাম

১৫টি রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার সংলাপ

Views: 22

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নেবে ১৫টি রাজনৈতিক দল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব)।

এই সংলাপের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা এবং দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কার্যকর সমাধান বের করা। আশা করা হচ্ছে, অংশগ্রহণকারী দলগুলো তাদের মতামত এবং প্রস্তাবনা তুলে ধরবে, যা আগামী রাজনৈতিক কার্যক্রমে সহায়ক হবে।

এদিকে, উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে অধ্যাপক ইউনূস ছোটখাটো চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা শেষে শুক্রবার সকালে তিনি তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *