চন্দ্রদ্বীপ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাংলাদেশ শেষ করেছে দারুণভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছ থেকে ফিরে আসার পর এমন এক জয় নিশ্চিতভাবেই ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তিদায়ক। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট এবং সিরিজ হারানোর অভিজ্ঞতা পেয়েছে টাইগার ক্রিকেটাররা।
তবে খুব বেশি সময় বিজয় উদযাপন করার সুযোগ থাকছে না বাংলাদেশের সামনে। ১৫ দিনের ব্যবধানে আবার মাঠের ক্রিকেটে ফিরতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের। এবারের পরীক্ষাটা অবশ্যই আরো বড়। বাংলাদেশকে খেলতে হবে প্রতিপক্ষ ভারতের মাঠে। সেখানে অবশ্য টেস্ট ছাড়াও থাকছে টি-টোয়েন্টি সিরিজ।
ভারতের বিপক্ষেও বাংলাদেশকে শুরুতে খেলতে হবে টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। স্পিনসহায়ক এই মাঠে প্রথম টেস্টের পর বাংলাদেশ চলে যাবে কানপুরে। সেখানে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এই দুই ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে।