শিরোনাম

১৬ বছর পর পটুয়াখালীতে জামাতের প্রকাশ্যে বিশাল মিছিল

Views: 17

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ‘লগি-বৈঠা’ দ্বারা মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত সেই নৃশংস ঘটনার স্মরণে আজ (২৮ অক্টোবর) বিকাল ৩টায় পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী পৌর শাখার জামায়াতের আমীর মাওলানা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শাহ আলম। সমাবেশে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “লগি-বৈঠার ঘটনা ছিল জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। এই ঘটনা শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, বরং একটি পুরো জাতির উপর নৃশংস অত্যাচার।” তারা আরও বলেন, “আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই নির্মম ঘটনার বিচার করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশের পর বিকাল ৪:৩০ টায় জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী নিউ মার্কেটে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি”, “মানুষ হত্যার বিচার চাই” স্লোগান তুলেন।

এ কার্যক্রমের মাধ্যমে জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা একটি সামাজিক ন্যায়বিচারের দাবি তুলেছে। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন যে, এই ধরনের কর্মসূচি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং ন্যায়বিচারের পথে আরও অগ্রগতি সাধন করবে। জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, “আমরা যেন সকলের অধিকার রক্ষায় এবং শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকি।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *