বরিশাল অফিস: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ডাকাতির ‘১৬ বছর পর পলাতক ৬ ডাকাতকে ৭ বছর‘ করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ‘২০০৭ সালের ৬ ডিসেম্বর রাতে বাকেরগঞ্জের উপজেলার বলইকাঠি গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম খন্দকারের ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। পরে ঘরের লোকজন টের পেলে তাদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্নালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।
এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে নামধারী ৭ জনের নামে মামলা করেন। বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক মো. শাহজাহান ২০০৮ সালের ২১ জুলাই মামলা তদন্ত করে আদালতে চার্জশীট জমা দেন। বিচারক ১৬ জনের স্বাক্ষ্য শেষে এ রায় দেন। রায় দেয়ার সময় দণ্ডিত ৬ জন উপস্থিত থাকলেও ও খালাস পাওয়া দুই আসামী অনুপস্থিত ছিলো।