শিরোনাম

১৬ বছর ভোট দিতে পারেনি জনগণ, অভিযোগ এবিএম মোশাররফের

Views: 12

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে অনুষ্ঠিত এক জনসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ধানখালী ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ সালের নির্বাচনে ১৫১টি আসনে অটো পাস এবং ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট প্রদান করে জনগণের সাথে প্রতারণা করেছে। বর্তমানে ২০২৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিও এক ধরনের তামাশা হবে বলে তার দাবি।

মোশাররফ বলেন, “শেখ হাসিনার পরিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিশাল পরিমাণ অর্থ চুরি করছে। ব্যাংকগুলো বর্তমানে সংকটের মধ্যে রয়েছে এবং এর পিছনে রয়েছে সরকারের অসৎ উদ্দেশ্য।” তিনি উল্লেখ করেন, সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে ২৫৫টি বাড়ি থাকার তথ্য প্রকাশ পেয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এছাড়া এস আলম গ্রুপের মাধ্যমে ১ লাখ কোটি টাকা পাচারের অভিযোগও করেন তিনি।

সভায় মোশাররফ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের নেত্রীকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে, কিন্তু তিনি দেশ থেকে পালিয়ে যাননি। আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।”

এ সময় জনসভায় উপস্থিত নেতাদের মধ্যে ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। সভায় ধানখালী ও চম্পাপুরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে কলেজ মাঠকে জনসমুদ্রে পরিণত করেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *