চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) চলতি বছরের ৯ মাসে ১ হাজার ৩২২ কোটি টাকা মুনাফা করেছে। এই মুনাফা থেকে কোম্পানিটি শেয়ারধারীদের জন্য মোট ৮১০ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করেছে।
গতকাল মঙ্গলবার বিএটিবির পরিচালনা পর্ষদের সভায় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কোম্পানিটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের মুনাফা থেকে শেয়ারধারীদের প্রতি শেয়ারের বিপরীতে ১৫০ শতাংশ বা ১৫ টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। বিএটিবির মোট শেয়ারের সংখ্যা ৫৪ কোটি, তাই লভ্যাংশ বাবদ মোট ৮১০ কোটি টাকা বিতরণ করা হবে।
কোম্পানিটির বিদেশি মালিকেরা (উদ্যোক্তা-পরিচালক) পাবেন প্রায় ৫৯১ কোটি টাকা, কারণ তাঁদের হাতে ৭৩ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ২৭ শতাংশ শেয়ার ব্যক্তিশ্রেণি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে, যা থেকে তারা ২১৯ কোটি টাকা লভ্যাংশ পাবে।
বিএটিবির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৫ টাকা ১১ পয়সা। কোম্পানিটি মুনাফার প্রায় ৬০ শতাংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করবে।