শিরোনাম

২০২৪ আর্থিক বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ১.৮ ট্রিলিয়ন

Views: 17

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ২০২৪ সালের আর্থিক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটে আর্থিক ঘাতটির পরিমাণ দাঁড়িয়েছে ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয়বারের মত রেকর্ড স্থাপন করেছে। শনিবার (১৯ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, চলতি অর্থবছরে (২০২৪) বাজেট ঘাটতির পরিমাণ ১.৮ ট্রিলিয়ন ডলার। কোভিড-১৯ মহামারির পর এটাই সবচেয়ে বড় বাজেট ঘাটতি। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, অবসরকালীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য সুরক্ষা এবং সামরিক খাতে ট্যাক্স বৃদ্ধির কারণে মোট ঘাটতির পরিমাণ ১.৮৩৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের অর্থবছর শেষ হওয়ার সময় পর্যন্ত ঘাটতি বেড়ে ৮ শতাংশ বা ১শ ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি কোভিড মহামারির পর তৃতীয় বাজেট ঘাটতি। ২০২০ সালে বাজেট ঘাটতি ছিল ২.১৩২ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০২১ সালে ২.৭৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার।

২০২৩ সালে বাইডেন প্রশাসনের স্টুডেন্ট লোন প্রোগ্রামের খরচের কারণে বাজেট ঘাটতির পরিমাণ কমে ৩৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল, কিন্তু বর্তমানে এটি ২ ট্রিলিয়ন মার্কের উপরে চলে যেতে পারে।

আগের আর্থিক বাজেটের তুলনায় ২০২৪ সালের জিডিপির পার্থক্য বেড়ে ৬.৪ শতাংশ হতে পারে। এটি ৫ নভেম্বরের আগে কমলা হ্যারিসের প্রতিশ্রুতির জন্য সমস্যা তৈরি করতে পারে, যা ট্রাম্পের জন্য একটি সুযোগ হতে পারে।

তবে এ বিষয়ে হোয়াইট হাউসের বাজেট ডিরেক্টর শালন্দা ইয়ং যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো শক্তিশালী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বাইডেন প্রশাসন ক্লিন এনার্জি, স্থাপনা এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আরো বিনিয়োগ বাড়াতে পারে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *