শিরোনাম

২০২৪ সালে ভাইরাল ১০টি সংলাপ, যা মাতিয়েছে সোশ্যাল মিডিয়া

Views: 4

বিদায়ের প্রান্তে দাঁড়িয়ে ২০২৪। দরজায় কড়া নাড়ছে ২০২৫। শোবিজ থেকে রাজনীতি—এ বছরও বিভিন্ন সংলাপ এবং ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সাধারণ মানুষের মন মাতিয়েছে। চলতি বছরের এমনই ১০টি ভাইরাল সংলাপ তুলে ধরা হলো।

১. হাউন আঙ্কেল
শিশু তারকা সিমরিন লুবাবার একটি সাক্ষাৎকারে দেওয়া ‘হাউন’ উচ্চারণ ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এটি নিয়ে ব্যাপক ট্রল করেন।

২. উহু মুরুব্বি
মাওলানা মোস্তাক ফয়েজীর একটি ওয়াজ মাহফিলের বক্তব্য, যেখানে তিনি বলেন, “উহু উহু, বসো মুরুব্বি”, নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলে।

৩. আপনি প্লিজ উত্তেজিত হবেন না
টকশো ‘মেট্রো টু দ্য পয়েন্ট’-এ উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিতর্কের সময় দীপ্তির বলা এই সংলাপটি ব্যাপক জনপ্রিয় হয়।

৪. এই ওয়েট ওয়েট
কোটা আন্দোলনের সময় শিক্ষার্থী ফারজানা সিঁথির একটি ভিডিও, যেখানে তিনি বলেন “এই ওয়েট ওয়েট, ইটস মাই টার্ন”, ভাইরাল হয়ে যায়।

৫. শেখ হাসিনা পালায় না
রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার দেওয়া এই সংলাপ আলোচনার কেন্দ্রে ছিল।

৬. পালাব না, কোথায় পালাব
ওবায়দুল কাদেরের ‘পালাব না, কোথায় পালাব’ ডায়ালগও নেটিজেনদের মাঝে হাস্যরস তৈরি করে।

৭. প্লিজ আমাকে ক্ষমা করে দেও
গ্রামের এক শিশুর আবেগঘন ডায়ালগটি ডিজে গানের অংশ হয়ে ওঠে।

৮. আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি
একটি খুনের মামলার আসামির স্বীকারোক্তি নেটপাড়ায় আলোড়ন সৃষ্টি করে।

৯. এই মেয়ে চুপ করো
খালেদা জিয়ার ভিডিওর এই সংলাপ টিকটকে ব্যাপক ব্যবহৃত হয়।

১০. নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের এই মন্তব্য ছিল বছরের আলোচিত সংলাপগুলোর মধ্যে অন্যতম।

২০২৪ সালে এই সংলাপগুলো শুধু বিনোদন জুগিয়েছে তা-ই নয়, সমাজে আলোচনারও জন্ম দিয়েছে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *